বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত, আহত ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত, আহত ১

 

বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত, আহত ১
বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত, আহত ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিক্ষার্থীর নাম শাহানুর ইসলাম বাবু (২২)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।দুর্ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা (২৩) গুরুতর আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা শাহানুর ও আরিফ মোটরসাইকেলযোগে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।


স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন।আহত আরিফ মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।


বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


হঠাৎ প্রাণ হারানো তরুণ কলেজ ছাত্র শাহানুর ইসলাম বাবুর মৃত্যুতে তার গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে এসেছে গভীর শোকের ছায়া।সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী শাহানুরের আত্মার মাগফিরাত কামনা করেছেন।



Post Top Ad

Responsive Ads Here