![]() |
মুন্সিগঞ্জে ১৫৪ কোটি টাকার অবৈধ জাল ও সুতার রিল জব্দ |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ১৫৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার (৫ অক্টোবর) রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা মুন্সিগঞ্জ সদর থানার দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা এলাকায় বিশেষ অভিযান চালান।
অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা তিনটি গোডাউন ও তিনটি কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও সুতার রিল জব্দ করেন।
কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে প্রায় ৪ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়েছে। এসব জালের বাজারমূল্য আনুমানিক ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানায় কর্তৃপক্ষ।
অভিযান শেষে জব্দকৃত সব কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ সম্পদ রক্ষায় এবং অবৈধ মাছ ধরার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।