বোয়ালমারীতে ছাত্রদল নেতা বুরহান উদ্দিন খান সৈকতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

বোয়ালমারীতে ছাত্রদল নেতা বুরহান উদ্দিন খান সৈকতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বোয়ালমারীতে ছাত্রদল নেতা বুরহান উদ্দিন খান সৈকতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বোয়ালমারীতে ছাত্রদল নেতা বুরহান উদ্দিন খান সৈকতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জিএসডি) কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক, ২৪-এর গণঅভ্যুত্থানে রাজপথের অগ্রসৈনিক বুরহান উদ্দিন খান সৈকতের সঙ্গে বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।


সভায় বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় নেতা বুরহান উদ্দিন খান সৈকত। তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক সদস্য, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি। পাশাপাশি আমি একজন অভিনেতা এবং ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম শ্রেণির ক্রিকেটার।”


তিনি আরও বলেন, “আমি বোয়ালমারীর সন্তান। এই মাটির গন্ধ আমার শরীরে মিশে আছে। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল ত্যাগ, শ্রম ও সংগ্রামের ফসল। ছাত্ররাজনীতিতে থেকে বহুবার কারাবরণ ও হামলার শিকার হয়েছি, কিন্তু কখনও রাজপথ ছেড়ে পালাইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার এই ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন করেছে। আমি সব সময় চেষ্টা করেছি নিপীড়িত, নির্যাতিত ও প্রান্তিক মানুষের পাশে থাকতে। আমার সবচেয়ে বড় সম্পদ মানুষের ভালোবাসা ও রাজপথের লড়াই।”


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক এম জামান, অর্থ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিরা।


সভায় আরও উপস্থিত ছিলেন যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক ঘোষণা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান চঞ্চল, সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, দৈনিক অর্থনীতি প্রতিনিধি সনৎ চক্রবর্তী, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বোস, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার দেশ প্রতিনিধি এস এম রুবেল, কালবেলা প্রতিনিধি মো. রাতুল, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল ইসলাম, এবং সংবাদ প্রবাহ প্রতিনিধি ইমরান মোল্যা প্রমুখ।


সভা শেষে সাংবাদিকরা বুরহান উদ্দিন খান সৈকতের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ পথচলায় শুভকামনা জানান।




Post Top Ad

Responsive Ads Here