আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

 

আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খান-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ কর্মসূচির আয়োজন করে আমতলী উপজেলা বিএনপি।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহম্মেদ খান। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, যুবদলের সিনিয়র নেতা ও সাবেক কাউন্সিলর মো. সামসুল হক চৌকিদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোয়েব ইসলাম হেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মো. কামরুজ্জামান, আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান তাপস এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, ইউএনও মো. রোকনুজ্জামান খান পাথরঘাটার ইউএনও থাকাকালে ৬ এপ্রিল তার মাকে বাসে তুলে দিতে আমতলীতে আসেন। এসময় দু’জন সরকারি কর্মকর্তার অনুরোধে তিনি স্থানীয় ‘হোটেল সকাল সন্ধ্যা’তে চা পান করতে বসেন। ওই সময়ের একটি পুরোনো ছবি এবং পরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পারিবারিক ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে রাজনৈতিকভাবে ‘আওয়ামী দোষর’ বানানোর চেষ্টা চলছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারকারীদের বিচার দাবি করেন।


বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, ইউএনও রোকনুজ্জামান খান ১৩ মে আমতলীতে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উন্নয়নমূলক কাজের সঠিক বাস্তবায়নে আন্তরিকভাবে তদারকি করছেন। এতে অবৈধ সুবিধা নিতে না পেরে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।


অন্যদিকে, ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, “আমি পাথরঘাটা উপজেলার ইউএনও থাকা অবস্থায় ৬ মে আমতলীতে আসি আমার মাকে বাসে তুলে দিতে। এরপর হোটেল সকাল সন্ধ্যায় সরকারি কর্মকর্তাদের অনুরোধে চা পান করতে বসি। সেখানে বসা অবস্থায় কেউ একজন ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। পরে সেই ছবি এবং আমি নিজে পোস্ট করা একটি পারিবারিক ভ্রমণের ছবিকে ব্যবহার করে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এ ঘটনাগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”


ইউএনও আরও জানান, আমতলীতে যোগদানের পর তিনি আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ বা পরিচিত হননি।



Post Top Ad

Responsive Ads Here