আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক
আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে আনোয়ারা থানাধীন পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটিতে থাকাকালীন গোপন সূত্রে খবর পান যে কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে ২০–২৫ জন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবরটি থানায় জানানো হলে অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।


পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. সাকিব ওরফে শাকিল (২১), মোহাম্মদ নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), শাহাদাত হোসেন (২২), মো. আরিফুল ইসলাম ওরফে বাবু (২৫), মো. হাবিব (২৩), মো. রাজীব চৌধুরী (২১)।


অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—একটি এলজি, একটি তাজা কার্তুজ, একটি পাইপগান সদৃশ অস্ত্র, একটি লোহার দেশীয় অস্ত্র, দুইটি জম্বি বেসবল ব্যাট, একটি সাধারণ বেসবল ব্যাট, একটি তলোয়ার, পাঁচটি বড় রামদা এবং একটি কুড়াল।


আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করি। পুলিশ উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও সাতজনকে আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হচ্ছে।”



Post Top Ad

Responsive Ads Here