
রাঙামাটিতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরের বাণিজ্যিক এলাকা বনরুপায় ভোক্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাঙামাটি জেলা কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে বনরুপার জে.বি সমিল এলাকায় এ অভিযান পরিচালনা করে।
তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ।
তিনি জানান, অভিযানে ভোক্তাবিরোধী অপরাধের কারণে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে—
কুটুমবাড়ি রেস্তোরাঁ-তে দইয়ের মধ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আয়েশা ভাতঘর-এ কিচেন রুমে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাঙামাটির নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়।
অভিযানে সহযোগিতা করে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা।
