সদরপুরে ১,৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও প্রাণিখাদ্য বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

সদরপুরে ১,৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও প্রাণিখাদ্য বিতরণ

সদরপুরে ১,৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও প্রাণিখাদ্য বিতরণ
সদরপুরে ১,৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও প্রাণিখাদ্য বিতরণ


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় ১ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুঃস্থ ও তালিকাভুক্ত প্রাণিপালকদের মধ্যে প্রাণিখাদ্য বিতরণ করা হয়।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়।


কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক প্রতি ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে সরিষা, গম, খেসারি, চিনাবাদাম, পিঁয়াজ, সূর্যমুখী ও মুগসহ বিভিন্ন রবি ফসলের বীজ বিতরণ করা হয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, মাধ্যমিক শিক্ষা (চলতি দায়িত্ব) কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক।


এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিখাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণে ভেড়া ও ছাগল পালনকারীদের ২৫ কেজি করে ফিড, হাঁস পালনকারীদের ৭৬.৮ কেজি এবং মুরগি পালনকারীদের ৭৫ কেজি করে প্রাণিখাদ্য সরবরাহ করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত চরাঞ্চলে বসবাসরত তালিকাভুক্ত দুঃস্থ মানুষের মাঝে এই প্রাণিখাদ্য বিতরণ করা হয়।


এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।


প্রাণিখাদ্য বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মোফাজ্জল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক সুফলভোগী।



Post Top Ad

Responsive Ads Here