
দীর্ঘ ৮৩ দিন পর ভেসে উঠলো রাঙামাটির প্রতীক ‘ঝুলন্ত সেতু’
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
দীর্ঘ ৮৩ দিন পর অবশেষে পানির নিচ থেকে ভেসে উঠেছে রাঙামাটির প্রাণ—‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত বিখ্যাত ঝুলন্ত সেতু।
বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় গত ৩০ জুলাই সেতুটি পানির নিচে তলিয়ে গিয়েছিল। ঠিক দুই মাস ২৩ দিন পর, অর্থাৎ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সেটি আবার দৃশ্যমান হয় বলে জানিয়েছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের নৌযান ঘাটের টোল আদায়কারী মো. ফখরুল ইসলাম।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় সেতুটির পাটাতন ভেসে ওঠে। এরপর গত দুই দিন ধরে পর্যটন করপোরেশনের শ্রমিকরা সেতুর পাটাতন পরিষ্কার ও মেরামতের কাজ করছেন। বর্তমানে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আপাতত সেতুতে প্রবেশে কোনো টিকিট মূল্য নেওয়া হচ্ছে না।
ফখরুল ইসলাম আরও বলেন, “আগামী সপ্তাহে সেতুটি রং করা হবে। পাশাপাশি সেতুর ক্যাবলগুলোও পরীক্ষা-নিরীক্ষা চলছে।”
প্রতি বছর লাখো পর্যটক এই ঝুলন্ত সেতুটি দেখতে রাঙামাটিতে আসেন। পর্যটন করপোরেশন এই সেতু থেকেই বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দীর্ঘদিনের দাবি—সেতুটি যেন আরও উঁচু করে নির্মাণ করা হয়, যাতে ভবিষ্যতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে না যায়।
পর্যটন করপোরেশন ইতোমধ্যে সেতুর সংস্কার ও উচ্চতা বৃদ্ধির জন্য একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর কাছে।
উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গেলে এই বিখ্যাত ঝুলন্ত সেতুটি কিছু সময়ের জন্য পানির নিচে চলে যায়। এবছর সেটি টানা ৮৩ দিন পর আবার রাঙামাটির সৌন্দর্যের মুখচিহ্ন হিসেবে ভেসে উঠল।
