বিএনপি কখনো ভারতের তাঁবেদারি করেনি: কিবরিয়া স্বপন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেছেন, “বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল, যারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো বিদেশি শক্তির, বিশেষ করে ভারতের তাঁবেদারি করেনি।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ঐক্য জোরদার করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় কিবরিয়া স্বপন বলেন, “বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার জন্য বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন। তিনি কখনো ক্ষমতার বিনিময়ে আপোষ করেননি। তাঁর ত্যাগ ও নীতির কারণেই আজ তারেক রহমান বিদেশে অবস্থান করছেন। যদি খালেদা জিয়া শেখ হাসিনার সঙ্গে আপোষ করতেন, তাহলে তাঁর বাড়ি ভাঙচুর করা হতো না; আর তারেক রহমানও নির্বাসনে থাকতে হতো না।”
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ–সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। প্রতিটি ওয়ার্ডে টিম গঠন করে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু।
এসময় আরও বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, আজম খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ সিকদার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা হাসিবুল হাসান হাসিব, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আমিনুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা ও শাহরিয়ার আল হাবিব, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ এবং টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজন প্রমুখ।