রাঙামাটির হরিণায় বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

রাঙামাটির হরিণায় বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম

রাঙামাটির হরিণায় বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম
রাঙামাটির হরিণায় বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম


মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম ছোট হরিণা এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ছোট হরিণা ব্যাটালিয়নের উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান এবং স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে “সম্প্রীতি ও উন্নয়নমূলক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বাজার কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুদান প্রদানের আগে আয়োজিত মতবিনিময় সভায় লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন,


“বিজিবি শুধু সীমান্ত রক্ষা করে না, জনগণের কল্যাণেও কাজ করে। ভূষণছড়া ও আশপাশের এলাকার সার্বিক উন্নয়ন এবং শান্তি–সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় জনগণের পাশে থাকবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে আমরা স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”


সভায় স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষার উন্নয়ন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।


বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”–এর আওতায় ভূষণছড়া ও ব্যাটালিয়ন সদর এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।


প্রদত্ত অনুদান ও সহায়তার মধ্যে ছিল:

ভূষণছড়া বাইতুত্বতুর আহলে হাদীস জামে মসজিদ মেরামতের জন্য ১৫ বস্তা সিমেন্ট,


ফারুকী–ই–আযম (রা.) দাখিল মাদ্রাসা ও দারুল উলুম নূরানী তা'লীমুল কুরআন একাডেমীতে আর্থিক অনুদান,


ফারুকী–ই–আযম (রা.) হেফজখানা ও এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ,


দরিদ্র পরিবারের জন্য ২টি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ),


ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিনসহ গৃহ মেরামতের সহায়তা,


অসুস্থ ও দরিদ্র পরিবারের জন্য চিকিৎসা সহায়তা,


এবং ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ।


স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ বিজিবির এই মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন,


“দুর্গম এলাকায় এমন মানবিক সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিজিবি শুধু সীমান্ত রক্ষা করছে না, জনগণের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”


বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়নের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে সম্প্রীতি, মানবতা ও উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here