![]() |
পিসিসিপির প্রতিবাদের মুখে রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক স্থগিত |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রস্তাবিত বৈঠক পিসিসিপি'র (পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ) তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে।
আগামী ১৯ অক্টোবর (রবিবার) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকটির ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন।
এর আগে ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকালে পিসিসিপি রাঙামাটি জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে স্মারকলিপি প্রদান করে। একই দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। পাশাপাশি খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান এবং বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার নেতারা ঘোষণা দেন, “৮ দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক রাঙামাটিতে হতে দেওয়া হবে না।” তারা আরও বলেন, বৈঠক বাতিল না হলে হরতালসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
বিকেলে একাধিক দফা আল্টিমেটাম ও হরতালের ঘোষণা দেওয়ার পর অবশেষে কমিশন কর্তৃপক্ষ বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত জানায়।
বৈঠক স্থগিত হওয়ায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম এক যৌথ বিবৃতিতে বলেন, “জাতির ন্যায্য অধিকার আদায়ের এই সফলতা শুধু পিসিসিপি’র নয়, পাহাড়ের শান্তিকামী প্রতিটি মানুষের। পাহাড়ের মানুষের অধিকার আদায়ে আমরা একবিন্দু ছাড় দেব না।”
তারা আরও বলেন, “আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, জাতির অধিকার আদায়ের সংগ্রাম চলবে ততদিন।”
পিসিসিপি নেতারা দাবি করেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে সংগঠনটির আন্দোলনের ফলে চারটি বড় সাফল্য এসেছে।
তাদের ভাষায়, “পিসিসিপি একটি দেশপ্রেমিক সংগঠন, দেশের স্বার্থে জীবন দিতেও প্রস্তুত আমাদের প্রতিটি নেতাকর্মী।”