সদরপুরে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবেনেশ্বর নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর বাজার সংলগ্ন ভুবেনেশ্বর নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশার চৌকদার।
অভিযানে সদরপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
উচ্ছেদ অভিযানে নদীর তীর দখল করে নির্মিত একাধিক অবৈধ দোকান ও কাঠামো ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নদী ও খাসজমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রশাসনের নিয়মিত কাজের অংশ। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “এই ধরনের অভিযান নিয়মিতভাবে চললে ভূমিদস্যুরা আর সাহস করে সরকারি জমি দখল করতে পারবে না।”