সদরপুরে ইলিশ ধরা নিষিদ্ধের ১৪তম দিনে ৮০ হাজার মিটার জাল ধ্বংস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

সদরপুরে ইলিশ ধরা নিষিদ্ধের ১৪তম দিনে ৮০ হাজার মিটার জাল ধ্বংস

সদরপুরে ইলিশ ধরা নিষিদ্ধের ১৪তম দিনে ৮০ হাজার মিটার জাল ধ্বংস
সদরপুরে ইলিশ ধরা নিষিদ্ধের ১৪তম দিনে ৮০ হাজার মিটার জাল ধ্বংস


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার ১৪তম দিনে আনুমানিক ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। 


পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ও কেটে ধ্বংস করা হয় এবং মাছগুলো উপজেলা পরিষদ মসজিদের ইমামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।


শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।


অভিযানে সদরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। জেলেদের নিয়ম মেনে চলার অনুরোধ করছি।”


অভিযানের ফলে স্থানীয় নদীপাড়ে অবৈধভাবে ইলিশ ধরার প্রবণতা কমে এসেছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।


Post Top Ad

Responsive Ads Here