মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 


শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথায় অনুষ্ঠিত হয়েছে মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে গট্টি হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য নূরুউদ্দিন মাতুব্বর,এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শামসুদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. শাহ আলম, ইউনুস মোল্লা, নুর আলম,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান,গট্টি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বকুল মোল্লা, আনছার আলী মাতুব্বর,মাকছুদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উদ্বোধনী খেলায় অংশ নেয় ফরিদপুর ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল একাদশ।রোমাঞ্চকর এ ম্যাচে ফরিদপুর একাদশ ১–০ গোলে গোপালগঞ্জ একাদশকে পরাজিত করে জয়লাভ করে।


বক্তারা বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি ঐক্যবদ্ধ রাখে।”


Post Top Ad

Responsive Ads Here