দোয়ারাবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়, এবং বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় জনসাধারণ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ,এবং সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান,উপজেলা বিআরডিবি (প্রকল্প) অফিসার শাহিনুর রহমান, এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,“হাত ধোয়া একটি সহজ অভ্যাস হলেও এটি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জীবনরক্ষাকারী অভ্যাস হিসেবে বিবেচিত।
সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, সর্দি–কাশি ও অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা যায়।”
তারা আরও বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, ৫ বছরের নিচে শিশুদের মধ্যে মৃত্যুহার ও অপুষ্টির প্রধান কারণগুলোর অনেকটাই প্রতিরোধ করা সম্ভব নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে।”