৩ দিনেও উদঘাটন হয়নি শিশু জায়ান হত্যার রহস্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

৩ দিনেও উদঘাটন হয়নি শিশু জায়ান হত্যার রহস্য

 

৩ দিনেও উদঘাটন হয়নি শিশু জায়ান হত্যার রহস্য
৩ দিনেও উদঘাটন হয়নি শিশু জায়ান হত্যার রহস্য

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের তিন দিন অতিবাহিত হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকেই গ্রেপ্তার করা হয়নি—এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।


রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জানা যায়, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে পাকুড়িয়া গ্রামের গ্রীসপ্রবাসী পলাশ মোল্যার ছেলে শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির পাশের ঝোপঝাড়ের মধ্যে বাবলা গাছের একটি ডালের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি প্রথম থেকেই স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করে, কারণ গাছের ডালটি ছিল মাটি থেকে মাত্র এক ইঞ্চি দূরে। এছাড়া শিশুটির পরনের প্যান্ট দিয়ে মুখমণ্ডল ঢাকা অবস্থায় থাকায় এটি সুস্পষ্টভাবে হত্যাকাণ্ড বলে দাবি করছেন গ্রামবাসী।


এ ঘটনায় নিহতের মা সিনথিয়া বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিন দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় এবং আসামি গ্রেপ্তার না করায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


মানববন্ধনে বক্তব্য দেন—পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হাদী জসিম, জাভেদ পারভেজ কিন্ডারগার্টেনের সভাপতি শওকত খান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মিটু মোল্যা, নিহতের মাতা সিনথিয়া বেগম, দাদী রেহেনা বেগম ও চাচা হাবিব মোল্যা প্রমুখ।


এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন,“আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে।”


Post Top Ad

Responsive Ads Here