থানার মেসের বাথরুমে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

থানার মেসের বাথরুমে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

থানার মেসের বাথরুমে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
থানার মেসের বাথরুমে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের চকবাজার থানার মেসের বাথরুম থেকে অহিদুর রহমান নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (২৩ নভেম্বর) সকালে থানার তৃতীয় তলায় এএসআই ব্যারাকের ওয়াশরুমে মরদেহ দেখতে পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের খবর দেন। পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


হাসপাতাল সূত্র জানায়, সেখানে পৌঁছানোর পর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক অহিদুরকে মৃত ঘোষণা করেন।


নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। তিনি চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি–দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সকালে গামছা নিয়ে অহিদুর বাথরুমে প্রবেশ করেন। সকাল সাড়ে ১০টার দিকে আরেক পুলিশ সদস্য বাথরুম ব্যবহার করতে গেলে অনেকক্ষণ অপেক্ষার পর ভিতরে উঁকি দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান।


তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে ভিতর থেকে লাগানো দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।


পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।



Post Top Ad

Responsive Ads Here