বোনকে কেয়ারটেকার বানিয়ে বিপাকে প্রবাসীর পরিবার, শ্রীপুরে চরম নিরাপত্তাহীনতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

বোনকে কেয়ারটেকার বানিয়ে বিপাকে প্রবাসীর পরিবার, শ্রীপুরে চরম নিরাপত্তাহীনতা

 

বোনকে কেয়ারটেকার বানিয়ে বিপাকে প্রবাসীর পরিবার, শ্রীপুরে চরম নিরাপত্তাহীনতা
বোনকে কেয়ারটেকার বানিয়ে বিপাকে প্রবাসীর পরিবার, শ্রীপুরে চরম নিরাপত্তাহীনতা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীর পরিবারের উপর নেমে এসেছে চরম অশান্তি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা। বড় বোনকে বিশ্বাস করে বাসার কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেওয়ার পর থেকেই প্রবাসীর স্ত্রী ও সন্তানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায়।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরেজমিনে জানা যায়, মান্নারগাঁও ইউনিয়নের ফিরোজপুর গ্রামের আছবর আলীর ছেলে প্রবাসী আরশ আলী বিদেশে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে স্ত্রী মনোয়ারা বেগম পারিবারিক সহযোগিতার জন্য আপন বড় বোন হুসনে আরাকে বাসার দেখভালের দায়িত্ব দেন।


সূত্র জানায়, হুসনে আরা শ্রীপুর বাজার এলাকায় ২ শতক জমি ক্রয়ের চেষ্টা করেও টাকা সংকটের কারণে ব্যর্থ হন। পরে জমির মালিক আরও ১১ শতক জমি বিক্রির প্রস্তাব দিলে তিনি বোন মনোয়ারা ও তার প্রবাসী স্বামীকে সেই জমি ক্রয়ের পরামর্শ দেন। প্রবাসী আরশ আলী ডুমরুয়া মৌজার ৫০৭ দাগে ৯ শতক ও ৫০৬ দাগে ২ শতক জমি ক্রয় করেন।


মনোয়ারা বেগম জানান, বড় বোনকে পাশে রাখার উদ্দেশ্যে স্বামীর টাকায় হুসনে আরার জন্য একই দাগে ২ শতক জমি কিনে দেন। পরবর্তীতে হুসনে আরা তার জমি বিক্রির চেষ্টা করলে মনোয়ারা তাকে সহায়তা করতে ১ শতক জমি ক্রয়ের অর্থও প্রদান করেন। কিন্তু ঘর তৈরি না হওয়ায় বোনকে বাসায় থাকতে দেন মনোয়ারা।


অভিযোগ করে মনোয়ারা বলেন, “আমার বাসায় থাকতে দেওয়ার পর এখন বড় বোন হুসনে আরা বাসার মালিকানা দাবি করছে। আমাকে ও আমার সন্তানকে ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”


এ বিষয়ে হুসনে আরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


প্রবাসীর পরিবারের দাবি, প্রশাসন যেন বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে এবং প্রবাসীর নিজস্ব ঘর থেকে হুসনে আরাকে তার নিজ জমিতে যেতে নির্দেশ দেন। একইসঙ্গে পরিবারের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



Post Top Ad

Responsive Ads Here