![]() |
| দোয়ারাবাজারে উৎসবমুখর পরিবেশে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত |
হারুন অর রশিদ, দোয়ারাবাজার:
সর্বাধিক প্রচারিত শিশু-কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠের পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা কেন্দ্রে ঐতিহ্যবাহী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০টির বেশি স্কুল ও মাদ্রাসার প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা পরীক্ষায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানে দোয়ারাবাজার কেন্দ্রের জেলা পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পৃষ্ঠপোষক আজিজুর রহমান, মাহবুবুর রহমান, শাহিন আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সালমান আহমদ, আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ, হাফিজ বিল্লাল হোসাইন, মারুফ খন্দকার ও আব্দুল কুদ্দুসসহ ফোরামের অন্যান্য সদস্যগণ পরীক্ষার্থী ও অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, ফোরামের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার, উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ হারুন অর রশীদ, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাস, ইউপি সদস্য মোশাররফ হোসেন, মাও সাইফুর রহমান, জামাল উদ্দিন পারভেজ, থানার এসআই মনিরুজ্জামান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়া, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি ও ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের শাখা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চতুর্থ থেকে দশম শ্রেণির। সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা কিশোরকন্ঠের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে প্রতিবছর মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনের দাবি জানান। তারা মনে করেন, এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে পরীক্ষার্থীরাও এই উদ্যোগে খুশি ও আনন্দিত হয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

