
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন 
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন হয়। এরপর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও বিভিন্ন সমবায় সমিতির উদ্যোগে এক বিশাল র্যালি বের হয়, যা উপজেলা পরিষদ চত্বরে শুরু করে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
শাপলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি শাহাজাহান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজওয়ান আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর এবং গ্রামবাংলা সমবায় সমিতির ক্রেডিট সুপারভাইজার মনির লস্কর সহ অন্যরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, এশিয়ান সমবায় সমিতি এবং বলাকা সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
