ব্যাটারি চুরি ঘটনায় প্রতিবাদ করায় বাবুর্চিকে হাতুড়িপেটা করে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৯, ২০২৫

ব্যাটারি চুরি ঘটনায় প্রতিবাদ করায় বাবুর্চিকে হাতুড়িপেটা করে হত্যা

ব্যাটারি চুরি ঘটনায় প্রতিবাদ করায় বাবুর্চিকে হাতুড়িপেটা করে হত্যা
ব্যাটারি চুরি ঘটনায় প্রতিবাদ করায় বাবুর্চিকে হাতুড়িপেটা করে হত্যা


মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির প্রতিবাদ করায় মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মো. নিলয় (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।


নিহত ইউনুছ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। দিনমজুরের কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) রাতে স্থানীয় সোলায়মান সওদাগরের বাড়িতে একটি ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি হয়। এ ঘটনার প্রতিবাদ করলে নিলয় ও তার সহযোগী শওকত আলী ইউনুছের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহতের পিতা ইয়াকুব আলী জানান, চুরির ঘটনায় প্রতিবাদ করায় পূর্ব শত্রুতার জেরে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের পিতা ইয়াকুব আলী বাদী হয়ে শওকত আলী ও নিলয়কে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে নিলয়কে গ্রেপ্তার করে শুক্রবার (৮ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Post Top Ad

Responsive Ads Here