![]() |
| হালিশহরে ছুরিকাঘাতে তরুণ ব্যবসায়ী নিহত |
মো. নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের হালিশহরে মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে মো. আকবর (৩৫) নামের এক তরুণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকবর স্থানীয় বাসিন্দা মো. আব্দুর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরে আলম আশেক জানান, রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় পরিবার আকবরকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ৪-৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত আকবরকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে তিনি মারা যান।
নিহতের ছোট বোন সায়মা আক্তার বলেন, “প্রতিবেশী রানা নামের এক যুবক পাওনা টাকা না পেয়ে তার বন্ধুর মোটরসাইকেল আটকে রাখেন। এ নিয়ে রানার সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। পরে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আকবরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।” তিনি অভিযোগ করেন, একই এলাকার সোহেল নামের এক যুবক এই হামলার নেতৃত্ব দেন।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “ঘটনার পেছনের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

