জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৯, ২০২৫

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র


নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।


শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেফতারকৃতরা হলেন— খুলনার রূপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান, এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।


পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে এই ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।এছাড়া আক্কেলপুরের জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর এবং কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটায় চক্রটি।


এসব ঘটনায় থানায় একাধিক মামলা দায়েরের পর পুলিশ ডাকাত চক্রটিকে ধরতে অভিযান শুরু করে। পরে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম রাজধানী ঢাকার ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


অভিযানে উদ্ধার করা হয় স্বর্ণালংকার, ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল, একটি প্রাইভেট কার, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here