ফরিদপুর-১ এ হাতপাখা প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৯, ২০২৫

ফরিদপুর-১ এ হাতপাখা প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

 

ফরিদপুর-১ এ হাতপাখা প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
ফরিদপুর-১ এ হাতপাখা প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. ওয়ালিউর রহমান রাসেল।


শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী তিন উপজেলা জুড়ে দলীয় প্রতীক হাতপাখা নিয়ে তিনি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন।


আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মধুখালীর কামারখালী এলাকায় গিয়ে শেষ হয়।


শোভাযাত্রায় তিন উপজেলার শতাধিক মোটরসাইকেল আরোহী, দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। হাতে হাতপাখা প্রতীক নিয়ে তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।


শোভাযাত্রার শুরুতে মো. ওয়ালিউর রহমান রাসেল বলেন, “পরিবর্তনের লক্ষ্যে আজকের এই শোভাযাত্রা। স্বাধীনতার পর শুধু নেতা বদলেছে, কিন্তু নীতি বদলায়নি। জনগণ এখন প্রকৃত পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের রাজনীতি করতে চাই।”


তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার আমাকে ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”


শোভাযাত্রায় উপস্থিত ছিলেন—দলটির জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী খন্দকার ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হাদী জসিম, বোয়ালমারী উপজেলা সভাপতি আব্দুল হক, ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।



Post Top Ad

Responsive Ads Here