চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৯, ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ

 

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ


মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ৪ লাখ টাকার বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও অন্যান্য পণ্য জব্দ করেছে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ।


শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়মিত তল্লাশির সময় ওই যাত্রীকে আটক করা হয়।


আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন, তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান।


বিমানবন্দর সূত্রে জানা যায়, এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫ কার্টুন বিদেশি সিগারেট, ৬টি মোবাইল ফোন, ১২ পিস বিউটি ক্রিম ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১ হাজার ৭০০ টাকা।


কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সিগারেট, ল্যাপটপ, কসমেটিকস ও মোবাইল ফোন ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় নিয়ম অনুযায়ী ডিউটি ও পেনাল্টি ধার্য করে মালামাল আটক করা হয়েছে।


অভিযানে মোট রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে ৮৭ হাজার ৫০০ টাকা।


বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,“উদ্ধারকৃত পণ্যসমূহ নিয়ম অনুযায়ী বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।”


তিনি আরও জানান,“যাত্রীর পূর্বে কোনো অপরাধ রেকর্ড না থাকায় তার পাসপোর্টের তথ্য নোট করা হয়েছে এবং গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”


Post Top Ad

Responsive Ads Here