![]() |
| দোয়ারাবাজারের ডা. তায়েফ: গ্রাম থেকে উঠে বিসিএস ক্যাডার |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
অদম্য ইচ্ছাশক্তি, মেধা ও পরিশ্রম থাকলে সাফল্য দূরের কিছু নয়—এ কথাটি সত্য প্রমাণ করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জীবনপুর গ্রামের মেধাবী তরুণ ডা. তায়েফ আহমেদ। সম্প্রতি তিনি ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে যোগদান করেছেন।
তাঁর এই অর্জনে স্থানীয় সমাজে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের পরিবেশ।
ডা. তায়েফ আহমেদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা ফয়জুন্নুর আহমেদ এবং মাতা মৃত মিনা বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। বড় ভাই মওদুদ আহমেদ প্রবাসে কর্মরত, আরেক ভাই তানভীর আহমেদ দোয়ারাবাজারের বাংলাবাজার কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনের শুরুতে তায়েফ কুমারনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে দোয়ারাবাজারের দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন।
উচ্চমাধ্যমিক পর্যায়ে সিলেট স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রাখেন।
২০১৬ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেন। চিকিৎসা পেশায় যুক্ত থাকার পাশাপাশি ২০২৪ সালে তিনি এফসিপিএস (মেডিসিন) এর প্রথম পর্ব সম্পন্ন করেন, যা তাঁর পেশাগত জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন।
ডা. তায়েফ আহমেদের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, বরং পুরো দোয়ারাবাজারবাসীর গর্বের বিষয়। তাঁর মতো তরুণরা প্রমাণ করছেন—পরিশ্রম ও সুযোগ পেলে গ্রাম থেকেও জাতীয় পর্যায়ে উজ্জ্বল সাফল্য অর্জন সম্ভব।
স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা বলেছেন, “ডা. তায়েফের সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। তিনি দোয়ারাবাজারের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল উদাহরণ।”

