![]() |
| চট্টগ্রামে আবারও হেলে পড়েছে সাবেক মেয়রের সাততলা ভবন, বাড়ছে ঝুঁকি |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় সাবেক মেয়র মনজুর আলমের মালিকানাধীন সাততলা ভবনটি আবারও হেলে পড়েছে। পাঁচ বছর আগে ভূমিকম্পে হেলে যাওয়া ভবনটি সাম্প্রতিক ভয়াবহ কম্পনে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, ভবনটি পাশের আরেকটি ভবনের দিকে ক্রমশ ঝুঁকে যাচ্ছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, ভবনটিতে বর্তমানে ১০টি পরিবার বসবাস করছে এবং নিচতলায় রয়েছে একটি ডায়াবেটিস কেয়ার সেন্টার। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
সিডিএ সূত্র জানায়, পাঁচ বছর আগে ভবনটি প্রথম হেলে পড়ার পর উপরের দুই তলা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে মালিক সেই নির্দেশনা মানেননি। এবার নতুন করে হেলে যাওয়ায় ভবনটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, “মালিক নিজে ব্যবস্থা না নিলে সিটি করপোরেশনের মাধ্যমে ভবনটি ভেঙে ফেলার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”
ভবনের মালিক সাবেক মেয়র মনজুর আলম বলেন, “প্রকৌশলীদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে চট্টগ্রামে ভূমিকম্পের মাত্রা ৫.৫ রিখটার স্কেলে রেকর্ড করা হয়েছে। নগরের অন্য কোনো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

