আমতলীতে ওষুধ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে এক লাখ টাকা ছিনতাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

আমতলীতে ওষুধ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে এক লাখ টাকা ছিনতাই

 

আমতলীতে ওষুধ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে এক লাখ টাকা ছিনতাই
আমতলীতে ওষুধ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে এক লাখ টাকা ছিনতাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের ওষুধ ব্যবসায়ী মো. সোবাহান খলিফাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


 আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। শনিবার বিকেলে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস এলাকার সামনে।


স্থানীয় সূত্র জানায়, সোবাহান খলিফা রাতে দোকান বন্ধ করে ওয়াবদা এলাকার বাসায় ফিরছিলেন। ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা হাবিব খানসহ ৬–৭ জন তাকে এলোপাতাড়ি হাতুড়ি ও রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তারা তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।


আহত সোবাহান খলিফা বলেন, “হাবিব খানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। তারা আমাকে মারধর করে টাকা ছিনিয়ে যায়।”


তবে অভিযুক্ত হাবিব খান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে মারধর করিনি বা তার টাকা নেইনি। উল্টো গত বুধবার সোবাহান আমাকে দোকানে আটকে মারধর করেছে।”


আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ বলেন, “রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



Post Top Ad

Responsive Ads Here