জামায়াতের ‘রাইড ফর জাস্টিস’-দুই হাজার বাইকের বিশাল মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

জামায়াতের ‘রাইড ফর জাস্টিস’-দুই হাজার বাইকের বিশাল মিছিল

 

জামায়াতের ‘রাইড ফর জাস্টিস’-দুই হাজার বাইকের বিশাল মিছিল
জামায়াতের ‘রাইড ফর জাস্টিস’-দুই হাজার বাইকের বিশাল মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যার নেতৃত্বে শনিবার অনুষ্ঠিত হয় ‘রাইড ফর জাস্টিস’ শীর্ষক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।


শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে গঠিত এই বিশাল বহর সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা আলফাডাঙ্গা পৌর চৌরাস্তা, বোয়ালমারী চৌরাস্তা ও মধুখালী বাজার এলাকা অতিক্রম করে কামারখালী বাজারে এক পথসভার মাধ্যমে শেষ হয়।


শোভাযাত্রাকালে কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দলীয় স্লোগান দেন। স্থানীয় নেতাদের দাবি, এ আয়োজনটি এলাকাব্যাপী বড় রাজনৈতিক শোডাউন হিসেবে আলোচিত হচ্ছে।


শুরুর বক্তব্যে জামায়াতের প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা বলেন, “অতীতের বিভেদমুখী রাজনীতি আর ফিরতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। নির্বাচিত হলে কৃষি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, যাতে কৃষকরা ন্যায্যমূল্য পায়।”


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্যা আরও বলেন, “জামায়াতে ইসলামী সরকার গঠন করলে প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। মাদক ও দুর্নীতি নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবসমাজকে সুস্বাস্থ্য ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, বোয়ালমারী উপজেলা আমীর হাফেজ বেলাল হুসাইন, পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান ও মধুখালী উপজেলা আমীর মো. আলিমুজ্জামানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


Post Top Ad

Responsive Ads Here