![]() |
| দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সমর্থনে দোয়ারাবাজারে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজার এলাকায় তাজুল ইসলামের সভাপতিত্বে এবং মো. ইসমাইল মিয়ার সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী, ভোটার ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, “মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি নির্বাচন মাঠে নেমেছি। এই অঞ্চলের উন্নয়ন থেমে থাকুক—এটা কখনো চাই না। জনগণের ভালোবাসাই আমার বিজয়ের ইঙ্গিত বহন করছে।”
বেকারত্ব হ্রাসকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, “দেশ-বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিস্তারে একটি সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হবে।”
স্থানীয় অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “দীর্ঘদিন অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে। মানুষের দৈনন্দিন ভোগান্তি কমাতে কার্যকর ও টেকসই সড়কব্যবস্থা নিশ্চিত করা হবে।”
শিক্ষা, চিকিৎসা ও আবাসনখাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “জাবা মেডিকেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছি। সুযোগ পেলে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানো হবে।”
সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য, মানবিক উদ্যোগ এবং সামাজিক অবদান তাদের আস্থা অর্জন করেছে। তাই তারা তার পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীয়ত আলী তালুকদার সমাই, সাংবাদিক সাকির আমিন, মাওলানা মুহিবুর রহমান উসমান, মোহাম্মদ আলী মিলন, ডা. তাতন রঞ্জন দাস, আমজাদ হোসেন প্রমুখ।
পথসভার পূর্বে জাহাঙ্গীর আলম শ্যামলবাজার এলাকায় গণসংযোগ করেন এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

