আলফাডাঙ্গায় ইউএনও ও ওসির সঙ্গে ডেসওয়া’র নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

আলফাডাঙ্গায় ইউএনও ও ওসির সঙ্গে ডেসওয়া’র নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

আলফাডাঙ্গায় ইউএনও ও ওসির সঙ্গে ডেসওয়া’র নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় ইউএনও ও ওসির সঙ্গে ডেসওয়া’র নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।


সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় ডেসওয়া’র নেতৃবৃন্দ প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।


সাক্ষাৎকালে ডেসওয়া’র নেতারা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন ডেসওয়া’র উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মানোয়ার মিয়া, পৌর শাখার সভাপতি সাহেব মোল্যা ও সাধারণ সম্পাদক কাজী মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


সৌজন্য সাক্ষাৎ শেষে ডেসওয়া’র নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



Post Top Ad

Responsive Ads Here