দোয়ারাবাজারে যুবদল সভাপতির বিরুদ্ধে মসজিদ-বাড়িতে হামলার অভিযোগ, মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

দোয়ারাবাজারে যুবদল সভাপতির বিরুদ্ধে মসজিদ-বাড়িতে হামলার অভিযোগ, মানববন্ধন

দোয়ারাবাজারে যুবদল সভাপতির বিরুদ্ধে মসজিদ-বাড়িতে হামলার অভিযোগ, মানববন্ধন
দোয়ারাবাজারে যুবদল সভাপতির বিরুদ্ধে মসজিদ-বাড়িতে হামলার অভিযোগ, মানববন্ধন

 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে একটি মসজিদ ও একাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।





স্থানীয় সূত্রে জানা যায়, বোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ (বালুচর গ্রামের মর্তুজ আলীর ছেলে) এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বোগলাবাজার ইউনিয়নের সোনাচুরা গ্রামে তার নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন এলাকাবাসী।


অভিযোগে বলা হয়, হামলাকারীরা একটি মসজিদসহ একাধিক বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুটপাট করে। হামলা প্রতিরোধ করতে গেলে নারীসহ কয়েকজন আহত হন।


হামলায় আহতদের মধ্যে রয়েছেন—মোল্লাপাড়া গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য তাইজ উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র হার্মাফিজ আহমদ তানিম, নোয়াগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে শাহ আলমসহ আরও কয়েকজন। তারা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সোনাচুরা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহান মাস্টার, বিএনপি নেতা বাবুল মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ছাত্রদল ও যুবদলের একাধিক নেতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।


বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মসজিদ ও নিরীহ মানুষের বাড়িঘরে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য অপরাধ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।


উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন বলেন, “দলীয় পদ ব্যবহার করে কোনো ধরনের অপরাধ দলীয় নীতির পরিপন্থী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায় বলেন, “দলীয় পরিচয় ব্যবহার করে সন্ত্রাস বা চাঁদাবাজির কোনো সুযোগ নেই।”


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


ক্ষতিগ্রস্ত মসজিদ কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের মসজিদে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।”



Post Top Ad

Responsive Ads Here