![]() |
| সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই’র গভীর শোক |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় এফবিসিসিআই নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও সাহসী রাজনৈতিক নেত্রী। দেশের বিভিন্ন সংকটকালে তিনি জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ককে হারালো।
এফবিসিসিআই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

