সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই’র গভীর শোক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই’র গভীর শোক

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই’র গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই’র গভীর শোক


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


এক শোকবার্তায় এফবিসিসিআই নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও সাহসী রাজনৈতিক নেত্রী। দেশের বিভিন্ন সংকটকালে তিনি জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ককে হারালো।


এফবিসিসিআই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।




Post Top Ad

Responsive Ads Here