![]() |
| গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে: ফজলুর রহমান |
সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতা:
বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কী রকম হবে। তিনি বলেন, সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গত পনের বছর ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার ভোট দেওয়ার জন্য জনগণ মুখিয়ে রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়ামে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সদরপুর-এর আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, রোভার স্কাউট, গার্লস গাইড, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়, কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়সহ ২৫টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রায় ৩০০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

