রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জুঁই চাকমার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৭, ২০২৬

রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জুঁই চাকমার

 

রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জুঁই চাকমার
রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জুঁই চাকমার


রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।


তিনি অভিযোগ করে বলেন, রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের ভূমিকা রহস্যজনক। এ অবস্থায় একটি বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গামাটি থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি।


বুধবার দুপুরে রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুঁই চাকমা।


তিনি আরও বলেন, রাঙ্গামাটির মানুষ অত্যন্ত নম্র ও ভদ্র। সেখানে নাজমা আশরাফীর মতো দাম্ভিক ও অসৌজন্যমূলক আচরণকারী ব্যক্তি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহ তৈরি হয়। তার মতে, ২০১৮ ও ২০২৪ সালের মতো এবারও সাজানো ও লোক দেখানো নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।


এ সময় আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে জুঁই চাকমা বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে সম্মানজনকভাবে তাদের মুক্তির দাবি করেন।

Post Top Ad

Responsive Ads Here