লোহাগাড়া ও চকরিয়া থানার যৌথ অভিযানে চোরাই মোটরবাইক উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৭, ২০২৬

লোহাগাড়া ও চকরিয়া থানার যৌথ অভিযানে চোরাই মোটরবাইক উদ্ধার

 

লোহাগাড়া ও চকরিয়া থানার যৌথ অভিযানে চোরাই মোটরবাইক উদ্ধার
লোহাগাড়া ও চকরিয়া থানার যৌথ অভিযানে চোরাই মোটরবাইক উদ্ধার


মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

লোহাগাড়া থানা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে চকরিয়ার জিদ্দাবাজার স্টেশন এলাকার একটি মোটরবাইক গ্যারেজ থেকে চোরাই একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোটরবাইকটি লোহাগাড়া এলাকা থেকে চুরি করা হয়েছিল। চুরির পর সেটি বিক্রির উদ্দেশ্যে চকরিয়ার জিদ্দাবাজার স্টেশনে অবস্থিত এসএস বাইক গ্যালারিতে রাখা হয়।


গ্যারেজে থাকা মোটরবাইকগুলো দেখে পুলিশের সন্দেহ হলে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য চকরিয়া থানায় নেওয়া হয়। যাচাইয়ের পর গ্যারেজে থাকা মোট পাঁচটি মোটরবাইকের মধ্যে একটি মোটরবাইককে চোরাই হিসেবে শনাক্ত করা হয়।


লোহাগাড়া থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোটরবাইকটির মালিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মোটরবাইক চুরি ও পাচারের মতো অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


এদিকে পুলিশ আরও জানিয়েছে, চোরাই মোটরবাইক চুরি, বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া গেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে চলমান অভিযান আরও জোরদার করা হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here