![]() |
| আলফাডাঙ্গায় বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে তারুণ্যকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই বিএনপির মূল লক্ষ্য। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত। তিনি দলের ভবিষ্যৎ সাংগঠনিক রূপরেখা এবং তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম খান কায়েস, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমি শেখ, আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার ও পৌর ছাত্রদলের সহ-সভাপতি মাহামুদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

