শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী পাঁচ নেতার বিএনপিতে যোগদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৭, ২০২৬

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী পাঁচ নেতার বিএনপিতে যোগদান

 

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী পাঁচ নেতার বিএনপিতে যোগদান
শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী পাঁচ নেতার বিএনপিতে যোগদান


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে পাঁচ প্রভাবশালী উপজেলা আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান করেছেন।


সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই পাঁচ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।


বিএনপিতে যোগদানকারী নেতারা হলেন— মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, সহসভাপতি মো. এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষকলীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর। তাদের সঙ্গে সহস্রাধিক স্থানীয় আওয়ামী লীগ কর্মীও বিএনপিতে যোগ দিয়েছেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর। তিনি বলেন, “মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আমরা সকলেই আজ থেকে নিজেদের পদ-পদবী ও দলের কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিচ্ছি এবং বিএনপিতে যোগদান করছি।”


পদত্যাগের পেছনে কোনো চাপের অভিযোগ অস্বীকার করে তারা জানান, “এ সিদ্ধান্ত আমাদের ব্যক্তিগত ইচ্ছা ও এলাকার উন্নয়নের স্বার্থে নেওয়া হয়েছে। আমরা শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে কাজ করে যাবো। ইতোমধ্যে পদত্যাগপত্র সংশ্লিষ্ট কমিটিতে জমা দেওয়া হয়েছে।”


দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপি নেতা শাহিদুজ্জামান সাহিদ, হাবিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মো. ইমরান হোসেন প্রমুখ।



Post Top Ad

Responsive Ads Here