![]() |
| আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (তারিখ) সকালে আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।
টাকা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ সাঈদ খোকন, সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মাহমুদ এবং শিক্ষক মো. কাওছার প্রমুখ।
সহায়তা পাওয়া শিক্ষার্থী সানজীদা আক্তার বলেন, “আমাদের মতো দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা দেওয়ায় জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের প্রতি আমরা কৃতজ্ঞ। এই সহায়তায় আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হবে।”
আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, “অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। ফরম পূরণে আর্থিক সহায়তা দেওয়ায় জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন প্রশংসার দাবিদার।”
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত। সবাই যদি অসহায় শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে, তাহলে কোনো শিক্ষার্থী ঝরে পড়বে না।”
-6%20January.jpg)
