আমতলীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০১, ২০২৬

আমতলীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া

আমতলীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া
আমতলীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া 

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


 বুধবার রাতে উপজেলার ভায়লাবুনিয়া ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন আখেরি মোনাজাতে বিশেষ দোয়া পরিচালনা করেন।


চার ঘণ্টা ব্যাপী আয়োজিত ওয়াজ মাহফিলে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানের সময় “আমিন আমিন” ধ্বনি দিয়ে পুরো ময়দান মুখরিত হয়।


ওয়াজ মাহফিলে প্রধান পীর ছারছীনা দরবার শরীফের আমীর মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন ছাড়াও জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব, তালিমুল তরিকত সম্পাদক মুফতি মামুনুল হক, সহ-প্রচার সম্পাদক মহিবুল্লাহ আল মাহমুদ এবং বরগুনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন এবং ওয়াজ ও নছিহত করেন।


উক্ত ওয়াজ মাহফিল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।



Post Top Ad

Responsive Ads Here