![]() |
| বাঁশখালীর পুকুর থেকে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান এবং পরে মরদেহ উদ্ধার করেন।
নিহত শিশুর নাম মুহাম্মদ জায়ান ওরফে জায়েদ চৌধুরী। সে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা এবং সৌদিয়া প্রবাসী রুহুল কুদ্দুস চৌধুরীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাতে আনুমানিক রাত ৮টার সময় জায়ান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
শিশুটির বাবা রুহুল কুদ্দুস চৌধুরী এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবার সূত্রে আরও জানা যায়, জায়ান মানসিক ও বাক প্রতিবন্ধী ছিল এবং কথা বলতে পারত না।
স্থানীয়রা মরদেহ উদ্ধারের পর শোকের ছায়ায় ঢাকা গেছে এলাকায়।

