আপনাদের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই: শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আপনাদের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই: শামা ওবায়েদ

 

আপনাদের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই: শামা ওবায়েদ
আপনাদের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই: শামা ওবায়েদ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করার চেষ্টা একটি বেআইনি কাজ এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র।


বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, “আপনাদের কাছে যদি কেউ ভোটার আইডি কার্ড বা বিকাশ নম্বর চায়, তাহলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী কিংবা পুলিশকে জানাবেন। যারা এসব করছে তারা বেআইনি কাজের সঙ্গে জড়িত এবং নির্বাচনকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।”


তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান, তাহলে আমি সালথা ও নগরকান্দার উন্নয়নে কাজ করার সুযোগ পাবো। আমার বাবা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আজীবন আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। আমিও বাবার আদর্শ অনুসরণ করে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।”


সভায় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আপনাদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।”


গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বারের সভাপতিত্বে এবং গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলুর আয়োজনে সভায় আরও বক্তব্য দেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here