বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্নহত্যার চেষ্টা মডেল তিয়াসার ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ০২, ২০১৮

বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্নহত্যার চেষ্টা মডেল তিয়াসার ।।

বিনোদন ডেক্সঃ
বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ভারতীয় বাঙালি মডেল। তার নাম তিয়াসা মজুমদার। তিনি এখন সংকটাপন্ন অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা সূত্রে জানা গেছে, বেহালা সত্যেন রায় রোডের বাসিন্দা তিয়াসা তার বাবা মায়ের সঙ্গেই থাকতেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই দোতলা বাড়ির ছাদ থেকে লাফ দেন তিয়াসা। তবে এখনও জানা যায়নি কেন আত্মহত্যা করতে চেয়েছেন এই মডেল।
তিয়াসার পরিবারের একটি সূত্রের বরাতে জানা যায়, পারিবারিক অশান্তির জের ধরেই আত্মহত্যার চেষ্টা করেন তিয়াসা। তবে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।
এখন তিয়াসা সুস্থ হলেই বিস্তারিত জানা যাবে। তিনি এখন হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসক এখন তিয়াসার সঙ্গে এই বিষয়ে কথা বলতে মানা করেছেন।
পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়, ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিয়াসা। বেশ কিছুদিন ধরেই স্নায়ুরোগে ভুগছিলেন। তার চিকিৎসাও শুরু হয়েছিল। তার মধ্যেই আত্মহত্যার চেষ্টা করলেন তিয়াসা।

Post Top Ad

Responsive Ads Here