S.S.Desk
ফরিদপুর কারাগারের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় হেমায়েত সর্দার (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা ২০মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
হেমায়েত ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মৃত তাহেজউদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ মোট ১০টি মামলা রয়েছে। ফরিদপুর কারাগারে ৪০৯/১৮ নম্বর হাজতি ছিলেন হেমায়েত।
ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম জানান, গত শুক্রবার কারাগারে ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতায় অসুস্থ হয়ে পড়েন হেমায়েত। ওই দিনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রবিবার রাত ১টার ২০ মিনিটের দিকে প্রিজন সেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান হেমায়েত।
এ ব্যাপারে ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বাদী হয়ে সোমবার সকালে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বিকালে মৃতের মরদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার, এপ্রিল ০২, ২০১৮
ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু।।
Tags
# জেলা সংবাদ
About সময় সংবাদ
জেলা সংবাদ
লেবেলসমূহ:
জেলা সংবাদ
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc
