সময় সংবাদ ডেস্কঃ
ফরিদপুর জেলা শহরের হাবেলি গোপালপুর এবং গোয়ালচামট
চৌধুরীবাড়ি হতে পৃথক দুইটি অভিযানে গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আজ
মঙ্গলবার তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ছয় মাসের
বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত এবং
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এর যৌথ অভিযানে হাবেলি গোপালপুর
হতে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ শেখ (৩৫) এবং গোয়ালচামট চৌধুরীবাড়ি এলাকা
হতে মোঃ ফরহাদ মোল্লা (২৫) কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আটক দুই আসামিকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ মোতাবেক ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান
করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর
রহমানের নেতৃত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এবং পুলিশ ফোর্সের
সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।