চরভদ্রাসনে H.S.C পরিক্ষা দিচ্ছে 262 জন। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০১, ২০১৮

চরভদ্রাসনে H.S.C পরিক্ষা দিচ্ছে 262 জন।

নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ

ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় এবছর এইচএসসি(ইন্টারমিডিয়েট)  পরিক্ষা দিচ্ছে ২৬২ জন।
প্রতিবছরের ন্যায় এবছরও চরভদ্রাসনের একমাত্র  সরকারী কলেজ থেকে ব্যাপক উদ্দীপনার সাথে ছাত্র-ছাত্রীরা পরিক্ষায় অংশগ্রহন করছে।
প্রতিবছর এই কলেজ থেকে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে।তারই ধারাবাহিকতার ন্যায় এ বছর কলেজ থেকে তুলনামূলক  বেশী ছাত্রছাত্রী পরিক্ষায় অংশগ্রহন করছে।আগামী ২ই এপ্রিল ২০১৮ থেকে পরীক্ষা শুরু হবে।

মুঠোফোনে কলেজের প্রভাষক আ:কুদ্দুস জানান প্রথমদিন বাংলা পরিক্ষায় মোট ২২২ জনের অংশগ্রহন করার কথা রয়েছে।এদের মধ্যে নিয়মিত ২১২ জন আর অনিয়মিত ১০ জন।
মোট ১ টি কেন্দ্রে এই পরিক্ষা অনুষ্ঠিত হবে।

পরিক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।উল্লেখ্য প্রশ্ন ফাঁস বা জরিতদের জন্য কঠোর আইন সর্বাদিক ১০ বছরের কারাদন্ড ধার্য করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here