বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিকী অনশন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিকী অনশন

মেহের আমজাদ,মেহেরপুর
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে মেহেরপুর জেলা বিএনপি প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে ওই কর্মসুচী শুরু হয়। জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন-এর নেতৃত্বে প্রতিকী অনশন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আনছারুল হক,সহ-সভাপতি শেখ সাঈদ আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, সরকার জনগণের দাবীর সাথে সমঝোতা করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক বিপর্যয় নেমে আসবে। গণ-আন্দোলনের মুখে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।

Post Top Ad

Responsive Ads Here