মেহের আমজাদ,মেহেরপুর
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পাইন সফল করার লক্ষ্যে মেহেরপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সড়ে ১২ টার দিকে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জি.কে.এম সামসুজ্জামান। মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এ.কে.এম ফয়সাল কবীর। সঞ্চালনা করেন ইপিআই সুপার আব্দুস সালাম। এ সময় প্রেস ব্রিফিং-এ মেহেরপুর জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
