ধর্মগ্রন্থ ছুঁয়ে ঘুষ খাবেন না শপথ করলেন পুলিশ।shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮

ধর্মগ্রন্থ ছুঁয়ে ঘুষ খাবেন না শপথ করলেন পুলিশ।shomoy sangbad

ডেস্ক সংবাদ-

যশোরের পুলিশ কর্মকর্তারা ধর্মগ্রন্থ (কোরআন শরীফ ও গীতা) ছুঁয়ে ঘুষ না খাওয়ার শপথ নিয়েছেন।রোববার যশোরের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত ৬০ জন কর্মকর্তা এ শপথ নেন। তারা কোনো মাদক ব্যবসায়ীর থেকে কোনো সুবিধা নেবেন না বলেও শপথ নেন।

এ সময় ৬০ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোরতম মনোভাব পোষণ করবেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ কিংবা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীদের প্রতি কোনোরূপ অনুকম্পা ও নমনীয়তা প্রদর্শণ করবেন না। পবিত্র গ্রন্থ ছুঁয়ে বলছি, এই শপথ ভঙ্গ করলে আমি পাপী হিসাবে গণ্য হবো।

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এই শপথ নেন পুলিশ কর্মকর্তারা।এ সময় এসপি আনিসুর রহমান, অতিরিক্ত এসপি সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত এসপি নাইমুর রহমান (‘ক’ সার্কেল), গোলাম রব্বানী (‘খ’ সার্কেল), সকল থানার ওসি এবং সকল ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here