আবু মুসা,বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি-
নিখোজেঁর ২ দিন পর নাটোর সদর উপজেলার মোহনপুর থেকে জহির ফকির নামে এক ইজিবাইক চলকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়,নাটোর সদর উপজেলার জংলী এলাকার ইজিবাইক চালক জহির ফকির মঙ্গলবার সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার থেকে যাত্রী নিয়ে নাটোর শহরে আসার সময় নিখোঁজ হন।আজ সকালে নাটোর-বাগাতিপাড়া আঞ্চলিক সড়কের মোহনপুর এলাকার একটি পুকুরে তার লাশ বাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবরদেয়।পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

